জালালাবাদ সেনানিবাস এরিয়া সদর দপ্তর সিলেটের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ
এরিয়া সদর দপ্তর সিলেটের ব্যবস্থাপনায় এবং সেনানিবাস অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে ৩য় দিনের মত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় সিলেট সদর উপজেলায় মোরাদপুর বাইপাস রোড টাষ্ট্র ফিলিং ষ্টেশন এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় শীত বস্ত্র বিতরণ করেন এরিয়া এ কিউ কর্ণেল আবু বাছির ও এসএসও মেজর মোহ্সিউল।
অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাষ্ট ফিলিং এর সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান শায়েস্তা, বিশিষ্ট সমাজসেবী শাহ নুর আহমদ, সমাজসেবী কামরুজ্জামান মুরাদ, ব্যবসায়ী কাজী ফারদুল ইসলাম ফুরাদ প্রমুখ। বিজ্ঞপ্তি