জকিগঞ্জে উপজেলা চেয়ারম্যান ছাড়াই মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দিলো প্রশাসন!
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ ছাড়াই মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দিলো উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধাদের সভা বর্জনের অনড় অবস্থানে নিজের প্রয়োজন দেখিয়ে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ প্রশাসন প্রদত্ত্ব মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠান থেকে চলে যান। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্ঠি হয়েছে। তবে বিষয়টি শীঘ্রই সমাধানের আশ্বাস দিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার খলিল উদ্দিন। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বিষয়টি নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাথে বৈঠকের জন্য বীরমুক্তিযোদ্ধা আকরাম আলীর নিকট প্রস্তাব দিয়েছেন। বৈঠকের সম্ভাব্য তারিখ হিসেবে আজ বুধবার বা কাল বৃহস্পতিবার নির্ধারন করা হয়েছে। আশা করা যায় এক সাথে বসলে বিষয়টির সুরাহা হবে। এ সম্পর্কে জানতে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিলে ব্যাস্ত পাওয়া যায়। এদিকে বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাসের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বেগম, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মালই মিয়া, এম.এ.জি বাবর, নাসিম আহমদ, আব্দুল আহাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মোতালেব প্রমূখ। অনুষ্ঠান শেষে শতাধিক মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও সম্মানী প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা তার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে একটি আলমারী প্রদানে প্রতিশ্রুতি দেন।