দিরাইয়ে যতাযত মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হল মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই মহান বিজয়, যা বাঙালী জাতির জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। পৃথিবীর ইতিহাসে যা লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। বাঙালী ছাড়া কোনো জাতি স্বাধীনতার জন্য এত রক্ত দেয়নি। বাঙালী জাতির রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বিজয়, ইতিহাস যার জলন্ত প্রমাণ। ৩০ লক্ষ নর-নারীর রক্ত আর ২ লক্ষ মা-বোনর সম্ভ্রমের কথা বাঙালী জাতি কোনো দিন ভুলতে পারবে না। তাদের রক্তে অর্জিত আমাদের এই দেশ বাংলাদেশ। স্বধীনতার লক্ষ ছিল, সাম্প্রদায়িকতা, উচু-নিচু ভেদাভেদ, হাহাকার, নির্যাতন, শোষন, লাঞ্ছনা-বঞ্ছনা মুক্ত একটি বাংলাদেশ।
জাতীয় স্মৃতিসৌধে অত্যন্ত শ্রদ্ধার সহিত বিভিন্ন রাজনৈতিক, সংস্কৃতিক, সামাজিক সংগঠন গুলো ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।