মনোনয়ন ছিনতাইয়ের অভিযগে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত
সুরমা টাইমস ডেস্কঃ অবশেষে স্থগিত হয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিল ঘোষণার পর থেকেই এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কিছু প্রার্থীর মনোনয়ন পত্র ‘ছিনতাই’য়ের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানান,বুধবার মনোনয়ন পত্র ছিনতাইয়ের শিকার একজন প্রার্থী নির্বাচনটি স্থগিতের আবেদন জানান। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এবং আইন শৃঙ্খলার অবনতি রোধে ঘোষিত তফসিলটি স্থগিতের ব্যাপারে অবহিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচন কমিশনার।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনটি একতরফা অনুষ্ঠিত হলে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভবপর হবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে। এমতাবস্থায় সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।