অবৈধ সরকার পতনে জিয়ার সৈনিকদের রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে : নাছির চৌধুরী
জুবের সরদার দিগন্ত: বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে অবৈধ সরকারের শাসন চলছে। বিনাভোটে এমপি হয়ে তারা দেশ দখল করে বসে আছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা অবৈধ সরকারের লাটিয়াল বাহিনীতে পরিনত হয়েছেন। দেশে আজ দুঃসময় চলছে এমুহুর্তে অবৈধ সরকারের হাত থেকে দেশ রক্ষার জন্য শহীদ জিয়ার সকল সৈনিকদের রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার শাল্লা উপজেলা গণমিলনায়তন হলে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারার সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, গণতন্ত্র আজ বিপন্ন। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। ইলিয়াস আলীর মতো নেতাদের গুমকরছে সরকারের বাহিনী। খালে-বিলে-নদীতে ভেসে উঠছে বিএনপি নেতা কর্মীদের লাশ। বাকশাল শাসনকেও হার মানিয়েছে হাসিনা সরকারের শাসন। এখন আর আন্দোলনের বিকল্প নেই। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি সম্পর্কে বলেন, দেশের এ ক্লান্তিকালে সুনামগঞ্জ জেলা বিএনপিতে কোন মতভেদনেই। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে সুনামগঞ্জের ৫ টি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহআবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপি সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব ছোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জেলা যুবদল নেতা সোহেল আহমদ, দিরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গনেন্দ্র চন্দ্র সরকারকে সভাপতি এবং নির্বাচনের মাধ্যমে আব্দুল আওয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।