অস্ত্রের ভয় দেখিয়ে দিরাইয়ে গৃহবধু ধর্ষণ
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের এনামুল হকের স্ত্রী পারভীন বেগম (২২ )কে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রুবেল মিয়া (২৫)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, ২৮-১১-১৪ ইং তারিখ রাত ৩টায় এনামুল হক চাপতির হাওরে মাছ ধরতে গেলে সেই সুযোগে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে দাড়ালো ছুরি দেখিয়ে ওই গৃহবধুকে ধর্ষণ করে রুবেল মিয়া। রুবেলর চাচা শিশ মিয়া (প্রক্তন মেম্বার) ঘটনাটির সুষ্টু বিচারের আশ্বাস দিয়ে এর কোনো পরিবেশ না করলে ভিকটিম বাধ্য হয়ে ১১ দিন পর ০৯-১২-১৪ তারিখ রুবেল মিয়াকে আসামী করে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ ৯(১) দন্ডবিধি ৪৫৭ ধারায় মামলা দায়ের করেন, দিরাই থানার মামলা নং ১।
দিরাই থানার ওসি মোঃ বায়েছ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষনের অভিযোগে একটি মামলা হয়েছে এবং ভিকটিমের মেডিকেল রির্পোটের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।