তরুণ লীগ সিলেট জেলা শাখার সভাপতি পান্নাকে উম্মাদ আখ্যা দিয়ে কমিটি বাতিল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ সিলেট জেলা শাখার সভাপতি সুফিয়ান আহমদ পান্নাকে একজন উম্মাদ, উগ্র, রুক্ষ আচরণকারি ও নিজেকে মন্ত্রীর লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারকারী উল্লেখ করে জেলা শাখার কার্যক্রম বিলুপ্ত ও বাতিল ঘোষণা করেছে কেন্দ্র। গতকাল শনিবার সবুজ সিলেটে পাঠানো বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ এর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট জেলা তরুণ লীগ সভাপতি কেন্দ্রের সাথে সমন্বয় না করে মন্ত্রীর লোক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। গতকাল বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় তরুণ লীগ এর সভাপতি এম এইচ বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা শাখার কার্যক্রম বাতিল করা হয়।
প্রসঙ্গত, গত ৯ জুলাই সুফিয়ান আহমদ পান্নাকে আহবায়ক ও সুলতান আহমদ ছনিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিস্ট সিলেট জেলা তরুণ লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা ছিলেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ মাসুম, ইমরান হোসেন বাবুল, মো. নজরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম লিমন, আবুল কাশেম আম্বিয়া, ড. মুহিবুর রহমান, এনামুল হক চৌধুরী, আমিনুল ইসলাম হামিম, টিপু সুলতান, দিলাল আহমদ ও এডভোকেট রনদেব, সদস্য সিদ্দিকুর রহমান বাবর, আলী হাসান চৌধুরী মউর, আরিফুল চৌধুরী, ফাহিম জিলানী, দেওয়ান হোসেন টিপু, মহিদুল ইসলাম চৌধুরী, মোঃ তমিজ উদ্দিন, জনি চন্দ্র, মো. গফুর, আনিছুর রহমান চৌধুরী মাসুদ, ফয়েজ আহমদ, তোফায়েল ইকবাল, মুরছালিন শ্যামল, মা রানী দে, তুরন মিয়া, আলতাবুর রহমান বাবুল, ইকবাল আহমদ, মো. সালাউদ্দিন, মো. বখতিয়ার, মাজেদ আহমদ, শাহ শামীম আহমদ, মো. মুহিত, মো. রাসেল, মতি লাল দাস গুপ্ত, বখতিয়ার, ইব্রাহিম খান ছাদিক, আব্দুস সালাম তাপাদার, মো. আবু সাহিদ, শেবুল মিয়া, রুহুল তপাদার জনি, কাওছার চৌধুরী সুজন, আশরাফুজ্জামান, কামরুল ইসলাম, আবুল ফজল, আমিনুল এহসান, শামীম আহমদ।