জকিগঞ্জে বখাটের হামলায় ট্রাফিক পুলিশ গুরুত্বর আহত
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ বাজারের ফুটপাতে রিক্সা রেখে যানজট সৃষ্টি করাকে কেন্দ্র করে কুখ্যাত বখাটে বাছিতের হামলায় জকিগঞ্জ পৌরসভার ট্রাফিক পুলিশ ও নৈশ্য প্রহরী আব্দুর রহমান গুরুত্বর আহত হয়ে আশংখাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে গতকাল সোমবার বিকেলে জকিগঞ্জ বাজারের চৌমূহনীতে একটি রিক্সা রাখায় যানজট সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশ আব্দুর রহমানের সাথে রিক্সার ড্রাইভারের কথা কাটাকাটি হয়। পরে আব্দুর রহমান পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরুকে বিষয়টি অবগত করার সময় কাউন্সিলরের সামনে রিক্সার ড্রাইভারের আত্বীয় বখাটে বাছিত ট্রাফিক পুলিশের উপর ধারালো অস্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। এসময় পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু বখাটেকে ধরতে গিয়ে তিনিও আহত হন। বখাটের ধারালো অস্ত্রের আঘাতে ট্রাফিক পুলিশ আব্দুর রহমান মাটিতে লুঠে পড়েন। স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে প্রেরন করেন। অবস্থা আশংখাজনক দেখে জকিগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করেছেন। স্থানীয়রা কুখ্যাত বখাটে বাছিতের ভাই আশুককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। কুখ্যাত বখাটে বাছিত পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মুসব্বির আলীর ছেলে। তার অপকর্মে এলাকার নিরীহ মানুষ অতিষ্ট। ট্রাফিক পুলিশ আব্দুর রহমানের ভাই আব্দুন নূর জানিয়েছেন, বখাটের আঘাতে আব্দুর রহমানের মাথার মগজ বেরিয়ে আসছে। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন।
এদিকে আব্দুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক, পৌর কাউন্সিলরগন, কর্মকর্তা, কর্মচারী ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা কুখ্যাত বখাটে বাছিতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।