অবশেষে বিচ্ছেদ ঘটলো রুমি-অনন্যার
সুরমা টাইমস বিনোদনঃ অবশেষে বিচ্ছেদ ঘটলো রুমি-অনন্যার দাম্পত্য সম্পর্কের। আর সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার মামলার বেড়াজাল থেকেও বের হতে পারেন আরফিন রুমি। কারণ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনন্যার সঙ্গে সমঝোতা হয়ে গেছে তার। রোববার বিকেলে তালাকের হলফনামায় সই করেছেন রুমি। অনন্যাও রুমির পাঠানো তালাকনামা গ্রহণ করেছেন।
জানা গেছে, নব্বই দিন পর এ তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর মাঝে সালিশি পরিষদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাবিননামার দেন মোহরবাবদ ১ লক্ষ টাকা ও আনুষ্ঠানিক তালাকের আগ পর্যন্ত ভরণপোষণ বাবদ ১ লক্ষ টাকা দিয়েছেন রুমি।
এছাড়া আপোষনামার শর্তানুযায়ী রবিবার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাজধানীর মৌলভীবাজার শাখায় সন্তান আরিয়ানের জন্য ২০ লক্ষ টাকা এফডিআর করেছেন রুমি।