ওয়ার্ড ছাত্রদল সভাপতি রুবেল বক্তের কারামুক্তি – বিদ্রোহীদের সংবর্ধনা
সিলেট মহানগরের ৯ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা রুবেল বক্ত কারা মুক্তি লাভ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।তবে এর আগে বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন নেন। পরে থাকে নগরীর ছাত্রদলের অস্থায়ী কাযার্লয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিদ্রোহী বলয়ের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের বিদ্রোহী শীর্ষ নেতা রেজাউল করিম নাচন, হানুর ইসলাম ইমন,আব্দুল মালেক,আলীম আহমদ আলম,আব্দুর রশিদ,লুৎফুর আহমদ তুহিনুল ইসলাম তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বিপ্লব সংগতি দিবস উপলক্ষে ছাত্রদলের বিদ্রোহীরা র্যালী বের করলে সাদা পোষাকে ৯ ছাত্রদল কর্মীকে গ্রেফ্তার করে। বিজ্ঞপ্তি