ছাত্রদল নেতা মান্নান ও রাহেল গ্রেফ্তারের ছাত্রদলের বিদ্রোহীদেও নিন্দা
২২ নভম্বেও রাতে মিথ্যা যঢ়যন্ত্রমূলক মামলায় সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ মান্নান ও বুরহান আহমদ রাহেল কে পুলিশ গ্রেফ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদলের নতুন কমিটি বিরোধী পদবঞ্চিত বিদ্রোহী নেতা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল করিম জেহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন । এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন , আমরা বেশ কয়েদিন যাবৎ ধরে অভিযোগ করে আসছি বিদ্রোহীদের গ্রেফ্তার করে আন্দোলন ধামিয়ে রাখার জন্য নবগঠিত পকেট কমিটির নেতারা ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ এজেন্ট বাস্তবায়ন কারী কতিপয় কয়েকজন ব্যবসায়ী আওয়ামীলীগ বাকশালী সরকারের সাথে আতাঁত করে ছাত্রদল কে ধবংস করার জন্য একটি নীল নকশা তৈরি করছেন। আর মান্নান ও রাহেল সহ নেতাকর্মীদেরকে গ্রেফ্তারের তারই প্রতিফলন ঘটেছে। নেতারা পুলিশ প্রশাসনকে হুশিয়ারী করে বলেন, আর যদি কোন ছাত্রদল নেতাকর্মীকে মিথ্যা যঢ়যন্ত্রমূলক মামলায় গ্রেফ্তার করা হয়। তাহলে সিলেট ছাত্রদল ছাত্র সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে ছাত্রদল নেতা মান্নান ও রাহেল সহ আটক নেতা কর্মীদের মুক্তির জোরদাবী জানিয়ে প্রশাসনকে নিরপে ভুমিকা পালন করার আহবান জানান। বিজ্ঞপ্তি