জুড়ীতে ধরা পড়েছে বিরল প্রজাতির লজ্জাবতী বানর

Mimosa Monkeyএমদাদুল হকঃ মৌলভীবাজারের জুড়ীতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর ধরা পড়েছে। এলাকাবাসী ও প্রত্যদর্শীরা জানায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের সঞ্জিদ আলী পুত্র মচু মিয়া শুক্রবার রাতে বাড়ীতে আসার সময় বাড়ীর কাছে রাস্তায় হঠাৎ দেখতে পায় একটি লজ্জাবতী বানর রাস্থায় পড়ে আছে। তখন সে প্রাণীটি কে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে। ২২ নভেম্বর শনিবার সকালে খবর পেয়ে আশপাশের লোকজন ওই প্রাণীটিকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়। মচু মিয়ার সাথে যোগাযোগ করে জানা যায়, দ্বহপাড়া গ্রামে এ রকম বিভিন্ন প্রাণী বনের পাশে মৃত অবস্থায় দেখা যাচ্ছে, এর কারন জানতে চাইলে সে বলে বনে খাদ্যাভাব দেখা দেয়ায় ওই প্রাণী গুলো লোকালয়ে চলে আসছে। সে, যে লজ্জাবতি বানরটি উদ্ধার করেছে সেটিও খাদ্যের জন্য অসুস্থ্য হয়ে পড়ে ছিল। এলাকার আনোয়ার হোসেন জানান, জুড়ীতে বন বিভাগের কর্মকর্তা রয়েছে এরকম কয়েকটি ঘঠনা ঘটেছে কিন্তু তাদের কোন দরনের উদ্যোগ নেই প্রাণী গুলোকে রা করার।