প্রধানমন্ত্রীর যেকোন কর্মসূচিতে নিষিদ্ধ ডেইলি স্টার ও ইটিভি
সুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন কর্মসূচিতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারবিরোধী অবস্থান নিয়ে এই দুটি সংবাদমাধ্যম বিভিন্ন ধরনের খবর পরিবেশন করার অভিযোগে অন্যতম শীর্ষ স্থানীয় এই মিডিয়াকে অযাচিত ঘোষনা করে প্রধানমন্ত্রীর কার্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি স্টার ও ইটিভির কোনো সাংবাদিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সূত্রটি। কার্যালয়ের বাইরেও প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে একই নিষেধাজ্ঞা রয়েছে।
একাধিক নিরাপত্তাসূত্র জানিয়েছে, ডেইলি স্টার ও ইটিভির কোনো প্রতিনিধি যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে যেতে না পারে সে ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে। এবং সেভাবেই তারা কাজ করছেন। একুশে টেলিভিশনের ক্ষেত্রে বিষয়টি প্রায় একমাস ধরে এবং ডেইলি স্টারের ক্ষেত্রে সপ্তাহখানেক ধরে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে।