সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতকে আ’লীগের আলোচনা সভা।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতকে উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। বিকেলে মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধূরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, অদুদ আলম, আখলাকুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, আছাব মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আ.লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী মধু মিয়া, শাহীন চৌধুরী, নুর উদ্দিন, রুহুল আমিন তালুকদার, কল্যানব্রত দাস, এমদাদুল হক সাদক আলী, মোতাহির আলী, হাজী আবুল হোসেন, আব্দুস সামাদ, কামাল হোসেন, এমাদুল হক, আজাদ মিয়া মেম্বার, আরশ আলী খান ভাষানী, নুরুল হক মেম্বার, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মুমিন, সুন্দর আলী, নিজাম উদ্দিন, আব্দুল হাসিব, গুলজার আহমদ তালুকদার, যুবলীগ নেতা লাভলু মিয়া তালুকদার, নজরুল চৌধুরী, ফজলে রাব্বী জনি, সাদমান মাহমুদ সানি, আব্দুল বাছিত মামুন, মঞ্জু মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল বারী চপল, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ চৌধুরী, মাহির চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম পাবেল, জাহাঙ্গির আলম তারেক, গিয়াস উদ্দিন প্রমুখ। যোহরের নামাজের পর ছাতক কেন্দ্রিয় জামে মসজিদে বিশেষ মোনাজাত ও কালীবাড়ি মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে