সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় টমটম চালকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট :: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন আসামপাড়া ব্রিজ নামক স্থানে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সাড়ে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মাসুম আহমদ (২২)। তিনি জৈন্তাপুরের বিড়াখাই গ্রামের আজমত আলীর ছেলে।
এই ঘটনায় ট্রাক চালকও আহত হয়েছেন। তার নাম কুতুব উদ্দিন (৩৫)। ট্রাকটি আটকে রেখেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তামাবিল থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-১৪-৪০৫৪) বেপরোয়া গতিতে আসছিল। এসময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় থাকা টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে ট্রাকটি সামনে থাকা অপর একটি ট্রাককেও ধাক্কা দেয়। জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজে ঘটনাস্থলে আছেন বলে জানিয়েছেন।