জৈন্তাপুরে জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ইউপি নির্বাচনে ৩য় দফায় ৬টি ইউনিয়নে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিভিন্ন দলে চেয়ারম্যান পদে জামানত হারাচ্ছেন নিজপাট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মালিক মানিক (আনারস) প্রাপ্ত ভোট ১৮টি৷ স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (চশমা) প্রাপ্ত ভোট ১২৫ টি৷ স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন (টেলিফোন) প্রাপ্ত ভোট ১৩৯ টি৷ ২নং জৈন্তাপুর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আব্দুন নুর (লাঙ্গল) প্রাপ্ত ভোট ৭৮ টি। ৩নং চারিকাটা ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ হেলাল উদ্দিন (ধানেরশীষ) প্রাপ্ত ভোট ৬১০ টি৷ জাসদ মনোনিত প্রার্থী লাল মোহন দেব (মশাল) প্রাপ্ত ভোট ৬৯ টি৷ ৬নং চিকনাগুল ইউনিয়নে জাতীয়পাটি মনোনিত প্রার্থী মোঃ সিদ্দিক আহমদ (লাঙ্গল) প্রাপ্ত ভোট ১০৫ টি৷
জামানাত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে চারিকাটা ইউনিয়নে বিএনপির প্রার্থী নিয়ে। দলীয় মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে কতটা অদূরদর্শিতার পরিচয় দেওয়া হয়েছে বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।
তবে নিজপাট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মালিক মানিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজেই নির্বাচন হতে সরে দাঁড়ানোর কারণে তাকে নিয়ে কেউ আলোচনা সমালোচনা করছে না৷
এ বিষয়ে উপজেলার তিন রিটার্নিং কর্মকর্তা জানান, প্রদত্ত ভোটের মধ্যে যার শতকরা ৮ ভাগ ভোট পাননি তারাই জামানত হারাবেন৷