বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম
ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী শেখের ভাই আকবর আলীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের পশ্চিম বালিয়াডাংগা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আকবর আলী মসজিদে নামাজ পড়ে বাজারের আসছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। প্রতিপক্ষ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সনোয়ার হোসেন চানার সর্মথকরা তার উপর হামলা করেছে বলে পরিবারের দাবি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, এ ধরনের কোনো খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।