সিলেটে ঝড়ের সাথে প্রচন্ড শিলাবৃষ্টি
ডেস্ক রিপোর্ট :: সিলেটে ঝড়ের সাথে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগ থেকে ঝড়ু হাওয়া শুরু হলেও সাড়ে ৬টার পর থেকে বৃষ্টির সাথে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় থেকে একটু পর পর এ শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
গত কয়দিন থেকে আবহাওয়ার পূর্বাভাসে ভারি শিলাবৃষ্টি, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ নেমে আসার আশংকা করা হচ্ছে। ইতোমধ্যে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাটসহ বিভিন্ন উপজেলায় কৃষকসহ সাধারণ মানুষকে সতর্ক হওয়ার জন্য মাইকিং করারও খবর পাওয়া গেছে। ভোগলিক অবস্থানগত কারণে প্রায় প্রতিবছরই সিলেট অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। শিলাবৃষ্টি, অতিবৃষ্টি একটি প্রাকৃতিক দুর্যোগ। পাড়াড়ি ঢল, অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে আকস্মিক বন্যার কারণে মাঠে বিদ্যমান উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্তমান আবহাওয়ায় যে কোন সময় আরও ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তাই কৃষি তথ্য সার্ভিস থেকে মাঠে ৮০ ভাগ ধান পাকা থাকলে দ্রুত কেটে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে মেশিন দিয়ে ধান কেটে সংরক্ষণ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।