উত্তেজিত সিলেটবাসীর আন্দোলনের মুখে রাজ্জাক বিন ইউসূফের আজকের অনুষ্ঠান পন্ড
হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) সহ ওলী-আউলিয়াকে কটুক্তিকারী কথিত ভন্ড মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর আজকের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন ও মহনগর (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার ফয়ছল মাহমুদ এর সাথে পৃথক পৃথক বৈঠক করলে বেলা ২ টায় মেট্্েরাপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আজ বিকাল ৫ টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য রাজ্জাক বিন ইউসূফের অনুষ্ঠান বন্ধের কথা জানান। তিনি বলেন বিতর্কিত এ অনুষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছি। আয়োজক সংস্থা আমাদেরকে লিখিত আবেদনের মাধ্যমে তাদের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। এতে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সিনিয়র সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ উসমান গনি, পূর্বজেলা নেতা মোঃ আবুল কাশেমসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এদিকে রাজ্জাক বিন ইউসূফের আজকের অনুষ্ঠান বন্ধের দাবীতে আশিকানে আউলিয়া সিলেট গতকাল নগরীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। বাদ জোহর সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে হযরত শাহজালাল (রহ.) এর অনুসারী ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মুরিদীন মুহিব্বিনরা সুবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণে জমা হতে থাকলে জমায়েতস্থল এক বিশাল সমাবেশে পরিনত হয়। এসময় নেতৃবৃন্দ রাজ্জাক বিন ইউসূফের অনুষ্ঠান বন্ধের খবর পেলে প্রশাসনের অনুরোধে তাদের বিক্ষোভ মিছিল স্থগিত করে এক সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ সিলেটের প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন ভবিষ্যতে যেন এরকম আউলিয়া বিদ্বেষী লোক সিলেটে প্রবেশ করতে না পারে সে জন্য সিলেটের মানুষদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন মনে রাখতে হবে সিলেটের মাটি আউলিাদের পদধূলিতে ধন্য। এখানে লা-মাযহাবীসহ আউলিয়া বিদ্বেষীদের ঠাই হবেনা। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম ও আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। সমাবেশে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির সভাপতি এ্যাড. মাওলানা আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সাংগঠনিক সম্পাদক মুহা. শরীফ উদ্দিন, অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আলহাজ্জ মোঃ তুরণ মিয়া, বাংলাদেশ হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সেক্রেটারী বীর মুক্তিযুদ্ধা কাজী মোঃ নূরূল আলম চৌঃ, সদস্য এ্যাড. আব্দুল মালিক জামালী, শেখ মোঃ জালাল ফরিদ উদ্দিন, মমতাজ মিয়া ফকির, আলহ্জ্জ মোঃ বশির মিয়া, শাহপরান মাজারের খাদিম ফরিদ গাজী, শাহ মালুম মাজারের খাদিম কাবুল শাহ, বীরমুক্তিযুদ্ধা মোঃ ওয়ারিছ মিয়া, মোঃ বাচ্চু মিয়া, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি হুমায়ূনূর রহমান লেখন, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গনী, মৌলভী বাজার জেলা সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তাজির,মহানগর আল ইসলাহ প্রচার সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম প্রমূখ।