গোলাপগঞ্জে বিদ্যুতের দাবীতে পৌনে এক ঘন্টা সড়ক অবরোধ!
গোলাপগঞ্জ প্রতিনিধি: এ্যাকশন এ্যাকশন,পল্লী বিদ্যুতের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন এমন শ্লোগানে শত শত মানুষ গোলাপগঞ্জ কদমতলী পয়েন্ট অবরোধ করে রাখে দীর্ঘ প্রায় পৌনে ১ ঘন্টা।যার ফলে তীব্র যানজটের কবলে পড়েন সিলেট জকিগঞ্জ সড়কের মানুষজন। সোমবার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলা সদরের কদমতলী পয়েন্টে পল্লী বিদ্যুৎ-১গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রত্যাহার ও বিদ্যুত সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। পরে তাদের সাথে অবরোধে জড়ো হতে থাকেন আসপাশের লোকজন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক শীবলী উপস্থিত হয়ে ডিজিএমের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, প্রায় ২ দিন থেকে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুত বিহীন রয়েছে গোলাপগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড। যার ফলে ব্যাহত হচ্ছে জনজীবন। এ সময় এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, বিদ্যুতহীনতার কারণে আমরা ২ দিন থেকে অন্ধকারে রয়েছি ।তাদের অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বারটি সব সময় ব্যস্থ থাকে। ডিজিএম’র নাম্বারে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেন না। আবার অনেক সময় তারা মিথ্যে আশ্বাসেই আমাদের রাখেন। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।