দক্ষিণ সুরমা থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

57311ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ সুরমা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ জামাল আহমদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাজির ব্রিজের দক্ষিণ পাশ খোজারখলা স্কায়ার থেকে তাকে আটক করা হয়।আটককৃত জামাল আহমদ জকিগঞ্জ থানার মৌলভীরচক এলাকার বাসিন্দা আব্দুল হাশিমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন- জামাল আহমদ গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৩০ বোতল ফেন্সিডিল নিয়ে রিকশা যোগে কাজিরবাজার ব্রিজ দিয়ে দক্ষিণ সুরমা থেকে বন্দরবাজার এলাকায় আসছিলেন। কিন্তু খোঁজারখলা স্কায়ারে আসা মাত্র রিকশা চালক ফেন্সিডিলের কথা জানতে পারে চিৎকার করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তাকে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর কাছে হস্তান্তর করেন।
পরে কাউন্সিলর বিষয়টি পুলিশকে অবগত করেন। রাত ১১টার দিকে পুলিশ জামাল আহমদকে নিয়ে যায়।