‘সরকার দেখিয়েছে ডিজিটাল পদ্ধতিতে টাকা ট্রান্সফার আর নির্বাচন কমিশন দেখিয়ে ভোট ট্রান্সফার’
ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেছেন, সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের টাকা ট্রান্সফার করতে হয়। আর নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট ট্রান্সফার করতে হয়।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা করেন।
শাহ মোয়াজ্জেম আরও বলেন, এ সরকারের সব জায়গায় পচন ধরে গেছে। পতন ছাড়া সরকারের কোনো পথ নেই। সরকার সেদিকেই এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আদর্শ নাগরিক আন্দোলনের আহ্বায়ক মুহাম্মদ মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম চৌধুরী, আদর্শ নাগরিক আন্দোলনের সদস্য সচিব মফিজুর রহমান লিটন প্রমুখ।