সুনামগঞ্জের মোহনপুর ইউপি নির্বাচনে আ’লীগ-জাপার হাড্ডাহাড্ডি লড়াই

picসুনামগঞ্জ সদরের মোহনপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে চলছে আওয়ামী লীগ ও জাতীয়পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনী মাঠে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত হয়েছেন মঈনুল হক। তিনি ইউনিয়নের শান্তিপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার রাজা মিয়ার পুত্র। মুক্তিযোদ্ধা সন্তান,সমাজহিতৈষী ও এলাকার বিশিষ্ট সমাজসেবী হওয়ায় সরকার দল আওয়ামী লীগ দলীয় পোস্টের কাউকে প্রার্থী না করে তাকেই একক প্রার্থী মনোনয়ন দেয়। এ ইউনিয়য়নে আওয়ামী লীগ থেকে অন্য কেউ বিদ্রোহী প্রার্থী হন নি। তবে সরকারের শরিকদল জাতীয় পার্টি থেকে সাবেক ইউপি চেয়ারম্যন নুরুলহক চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান তাজুদ ইসলাম তাজুল এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রঞ্জু কুমার দাস। আগামী ২৩ এপ্রিল এ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্টিত হবে। নির্বাচনী লড়াইয়ে সকল প্রার্থীই বাড়ি-বাড়ি গিয়ে গনসংযোগ ও ভোট এবং দোয়া-আশীর্বাদ কামনা করছেন। তবে এ পর্যন্ত নির্বাচনী মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঈনুল হক ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক চেয়ারম্যন নুরুলহক অনেকটা এগিয়ে রয়েছেন। তাদের দু’জনের মধ্যে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক সুহেল আহমদ আশা প্রকাশ করে বলেন , নির্বাচনী লড়াইয়ে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান মঈনুল হকই বিজয়ী হবেন।