গোলাপগঞ্জের গোয়াসপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১
গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মুমিন( ৪০) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মুমিন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির গোয়াসপুর গ্রামের বশির উদ্দিন (১২০)এর ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়,একই গ্রামের আরমান আলীর ছেলে মিনাই মিয়ার গরু আব্দুল মুমিনের ক্ষেতের ধান খেয়ে ফেললে তিনি এর প্রতিবাদ জানান।এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে মিনাই মিয়া,তার ভাইয়ের বউ রায়না বেগম( ৩৫) ও ভাতিজা সাঈদ আহমদ (১৮)আব্দুল মুমিনের উপর যৌথ হামলা চালায়।এতে আব্দুল মুমিনের একটি পা ভেেঙ্গ যায়।তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ফরিদ আহমদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।