দক্ষিণ সুরমায় হবিনন্দি গ্রামবাসীর স্মারক লিপি প্রদান
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইনিয়নের হবিনন্দি গ্রামের পাঞ্চায়েতের মুরব্বিগনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাধে বুধবার সকাল ১১টায় সিলেটে মেট্রপলিটন পুলিশকমিশনার বরাবরে শতশত গ্রামবাসীর স্বাক্ষরিত স্মারক লিপি এলাকাবাসীর পক্ষে প্রদান করেন গ্রামের পাঞ্চায়েত কমিটির সভাপতি ফারুক আহমদ।স্মারক লিপি প্রদাদের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের ২৭নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ইরান, জুনেদ আহমদ, বাছিত আহমেদ, আব্দুল জলিল, ময়না মিয়া, সমাজ কর্মি সালাহ উদ্দিন রিমন।স্মারক লিপি সুত্রে জানাযায় যে উপজেলার পশ্চিমভাগ (নয়াগাও)গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম(ফোকন)এর পারিবারিক বিবাদ গত কয়েকদিন পুর্বে আপোষে মিমাংসা করে দিয়েছিলেন হবিনন্দি গ্রামের পাঞ্চায়েতের মোরব্বীগন। এরই জের ধরে পাঞ্চায়েতের প্রবীন মোরব্বী জুয়েল আহমদ(৪৭),ময়না মিয়া(৬০),বাবু মিয়া(৫৫)সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের নামে সন্ত্রাসী,চাদাবাজীর অভিযোগ এনে এসএমপির কমিশনারের নিকটে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করে। বিজ্ঞপ্তি