ভূমিকম্প আতঙ্কে রাজধানীতে আহত ৪

2ডেস্ক রিপোর্ট :: রাজধানীসহ সারাদেশে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকের এই ভূমিকম্পে আতঙ্কে রাজধানীতে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, রাজধানীর মাতুয়াইলের ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজনীন আক্তার (৩২)। ভূমিকম্পের পর থেকে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে।

নিমতলীর নতুন রাস্তা থেকে শাহীন (৪০) ভূমিকম্পের সময় নিমতলী নতুন রাস্তা দিয়ে হাঁটার সময় তার খিঁচুনি শুরু হয়।

বংশালের আগামাছি লেনের বৃষ্টি আক্তার (১৮) নামের গার্মেন্টস কর্মীও আহত হয়েছেন।

ঢাবির সূর্য সেন হলের তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীও আহত হয়েছে। হল থেকে নামার সনময় তার ডান হাত কেটে যায়।

আহত চারজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।