সুন্দরবনে আবারও আগুন
বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত ২৮ মার্চ চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম।
তিনি বলেন, তিনি ইতোমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। পাশাপাশি শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটকে ঘটনাস্থলের যাওয়ার জন্য বলেছেন।
তিনি আরও বলেন, আগুনের ব্যাপ্তি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বন বিভাগের কর্মীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।