মডেলদের বৈশাখী আয়োজন

1ডেস্ক রিপোর্ট :: চৈত্রের খরতাপের পর প্রখরতা যখন বৈশাখের আগমনে মেতেছে সারা বাংলা,সেই সাথে মেতেছে বাংলার আবহমান মানুষ,তার ই সাথে পিছিয়ে নেই মডেল এজেন্সি-মডেল হান্টার বিডি গত ৬ ই এপ্রিল বৈশাখ আগমনী বার্তা নিয়ে শেষ হল মডেল হান্টার বিডি এর বৈশাখী   ফটুশুট ।

উক্ত শুটে আকর্ষনীয় মুখ ছিল বাংলাদেশের মডেল ইচ্ছুক এক ঝাক নতুন তরুন তরনী। উল্লেখযোগ্য যে,উক্ত শুটে ব্রান্ড ও রেম্প মডেল দিপু দীপ, শিল্পী ও অভিনেতা ফাইজুর মিল্টন,মডেল ও অভিনেত্রী শারমিন খান ইভা প্রমুখ।

উক্ত শুটে প্রধান নির্দেনায় ছিলেন মডেল হান্টার বিডির সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক,মোস্তফা কামাল সোহেল ও এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর জান্নাত ফেরদৌসী।পোশাক সরবরাহ করেছেন,পান্জাবী হাউজ ও ফ্যাশন পার্ক গ্যালারী।ফটোগ্রাফিতে ছিলেন,শেখ সাদী ওসিজাত খাঁন ।