দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলা

1111111111

 দীর্ঘদিন পর আবার দেখা হলো-কথা হলো। স্মৃতির পাতায় পাতায় ভেসে উঠলো সেই রঙ্গিন দিনগুলোর কথা। সেই শৈশবে আবারো মন হারিয়ে যেথে চাইলো। সবারই বয়স চল্লিশের উপরে আবার কারো কারো পঞ্চাশ ছুঁই ছুঁই। স্ব স্ব ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী, কেউ আইনজীবী, কেউ সাংবাদিক আবার কেউ শিক্ষককতার মহান পেশা নিয়ে দায়িত্ব পালন করছেন। কেউ দেশে আবার কেউ দেশের বাইরে অবস্থান করছেন। তবে, নাড়ির টানে প্রাণের উচ্ছাসে ফিরে এসেছেন আপন আলয়। যে শিক্ষা জীবনের দশটি বছর সময় কাটিয়েছেন। তারা সকলেই ১৯৮৯ সালে মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেছেন। জীবনের এতোদূর পথ পাড়ি দিয়ে আবারো ফিরে এসেছেন তারা। শনিবার মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজে আসেন। এ সময় তারা প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখেন শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মো. মজির উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস শাকুর, প্রভাষক এনামুল হক, মোস্তফা কামাল। শিক্ষাথীদের মধ্যে ধোপাদিগীর পার শাহজালাল ইসলামী ব্যাংক শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো.তোফায়েল ইয়াকুব, ক্যান্টরমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এমদাদ সিদ্দিকী, লন্ডন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ট পেনশন এর অফিসার মুহিবুর রহমান (আব্দুশ শহীদ), কে.আলম এগ্রো এন্ড ফিসারীর স্বত্যাধিকারী খোরশেদ আলম,এড.জয়নুল আবেদীন, ছাতক হাজী কমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই কামাল, পপুলার হাসপাতালের ডাইরেক্টর কবির আহমদ, দৈনিক সবুজ সিলেট পত্রিকার চীফ ফটো সাংবাদিক মো. কয়েছ আহমদ, আবুল কাসেম, প্রবাসী নোমান উদ্দিন হারীছ, শিহাব উদ্দিন, ইমাম জাফর সাদিক,আতিকুর রহমান , ব্যবসায়ী হিফজুর রহমান, রাশিদ, কামাল শিকদার, ইউসুফ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি