​বাউবি’র শিক্ষার্থীদের ভর্তির অধিকারসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন

12928192_1171073312989295_1202969106847909524_nশনিবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে বাউবি শিক্ষার্থীদের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও কল্যাণমূলক অ-রাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’র আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক দিয়ে যাই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি টিপু সুলতান।সংবাদ সস্মেলনে জানানো হয়, বিগত শিক্ষাবর্ষের মত এবারও বাউবি হতে বিএ/বিএসএস, বিবিএস প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে (প্রাইভেটে) মাষ্টার্সে ভর্তির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবীসহ চার দফা দাবী উত্থাপন করা হয়।দাবীগুলো হচ্ছে; বাউবি’র বিভিন্ন প্রোগ্রামের উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে ভর্তির অধিকার স্থায়ীকরণ। বাউবি’র প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে মাষ্টার্স প্রোগ্রাম, অনার্স প্রোগ্রাম ও এলএলবি প্রোগ্রাম চালুকরণ। এসএসসি-সহ সকল প্রোগ্রামের বই সময়মত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া। বাউবিতে জেএসসি প্রোগ্রাম চালু করা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ এর সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মুখপাত্র রাবেয়া সুলতান, সাংগঠনিক সম্পাদক মুসলিম আলী, ঢাকা প্রতিনিধি মমিন উল্লাহ, ইসলাম হোসেন, নাসিম উজ্জ্বল, কুমিল্লা প্রতিনিধি জামাল উদ্দিন দামাল, মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি কাজী জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি একে এম শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি​
Attachments area

Click here to Reply, Reply to all, or Forward
3.24 GB (21%) of 15 GB used
Manage
Terms – Privacy
Last account activity: 10 minutes ago
Details
19 more
নোমান মাহফুজ’s profile photo
নোমান মাহফুজ
Add to circles

Recent photos
View photo in messageView photo in messageView photo in message
Show details