পেরুয়া গ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার অবসান
অবশেষে সকল সাম্প্রদায়িক কুচক্রীদের মুখে ঝামা মেরে অবসান ঘটল পেরুয়া গ্রামের সনাতন ধর্মাবলীদের রূপসী পূজার জায়গা নিয়ে ঝামেলা পূর্ণ বিষয়ের। অনেককাল ধরে সনাতন ধর্মাবলীরা প্রতি বছর রূপসী মায়ের পূজা অর্চনা করে আসছে এই জায়গায়। পূজা উপলক্ষে এই জায়গায় প্রতি বছরই মেলা বসে। সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষের উৎসবে পরিণত হয় সেটি। কিন্তু এই বছর হিন্দু ধর্মালম্বীরা সেখানে শ্রী শ্রী রূপসী মায়ের পূজা আয়োজন করতে চাইলে বাধা হয়ে দাড়ায় কিছু সাম্প্রদায়িক কুচক্রী মহলের লোক। অবশেষে আশে পাশের গ্রামের মুরব্বিরা ও পেরুয়া গ্রামের সকল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকদের নিয়ে মিটিং করে এই সমস্যা সমাধানের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই সভায় হিন্দু ও মুসলিম সবার সম্মতিক্রমে সনাতন ধর্মালম্বীরা শ্রী শ্রী রূপসী মায়ের পূজার জন্য উক্ত জায়গাটি স্থায়ীভাবে নির্বাচন করা হয়। উক্ত সভায় অমর চাঁদ দাস এর সভাপতিত্বে ও মো. হেকিম মিয়া পরিচালনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জগদীশ সামন্ত, জয় কুমার বৈষ্ণুব, সজল দাস, মো. সুবোধ মিয়া, সৌমেন চৌধুরী, সুকুমার সুত্রধর। আরও উপস্থিত ছিলেন রতন তালুকদার, ধন মিয়া মাষ্টার, সুলেমান মিয়া, নজরুল মিয়া, প্রশন্ন দাস প্রমূখ।