কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট
স্টাফ রিপোর্টার :: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। এর অংশ হিসাবে ৬ এপ্রিল বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠন। গত রোববার রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
এদিকে, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির জানিয়েছেন, টেন্ডার সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে প্রকল্পটি এখন ক্রয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে। এ অনুমোদন পাওয়া গেলেই তারা প্রকল্পের কাজ শুরু করতে পারবেন।
সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক গ্রুপ, সালুটিকর কোম্পানীঞ্জ গোয়াইনঘাট বাস মালিক সমিতি, আম্বরখানা-সালুটিকর-কোম্পানীগঞ্জ সিএনজি অটোরিক্স্রা শ্রমিক ইউনিয়ন ৭০৭, ধোপাগুল পাথর ব্যাবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
এছাড়া সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গতকাল জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি সংগঠন। স্মারকলিপি দাতারা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতি, , কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
এতে বলা হয়, গত ২১ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর প্রায় ৬ মাস অতিক্রান্ত হতে চললেও সড়কের সংস্কার ও পুন:নির্মাণ কাজ শুরু হয়নি। বর্তমানে সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে জনদুর্ভোগও চরম আকার ধারণ করেছে। প্রতিদিন গর্তের মধ্যে আটকা পড়ছে ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন। মানুষ হেঁটেও এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। আন্দোলনকারীরা জানান, ধর্মঘটের বাইরে আগামী ৮ এপ্রিল থেকে বিমানবন্দর সড়ক অবরোধ এবং একই সওজ ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হবে।
জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে ও আম্বরখানা সালুটিকর কোম্পানীগঞ্জ সি.এন.জি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী এইচ.এম.এ মালিক ইমন, জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গফুর মিয়া, জেলা শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক মিয়া, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সভাপতি মোঃ ইদু মিয়া, সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট বাস মালিক সমিতির সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক কলন্দর আলী, জেলা সিএনজিচালিত অটোরিকশা ৭০৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, আম্বরখানা-সালুটিকর-কোম্পানীগঞ্জ শাখার সভাপতি সৈয়দ জুবের আলী,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল খান, ধুপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি সৈয়দ ছালেহ আহমদ শাহনাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সদস্য সচিব আজির মিয়া, উপদেষ্টা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাজী শায়েস্তা মিয়া, সালুটিকর পাথর ব্যবসা মালিক সমবায় সমিতির সভাপতি ছিদ্দেক মিয়া সাধারণ সম্পাদক মোঃ ইকলাল আহমদ, ছাব্বির আহমদ, সদস্য মুরশেদ আহমদ, সাইদুর রহমান সাইদ, সাইদ, শায়েস্তা মিয়া, ফারভেজ আহমদ, মাহাদাৎ হোসেন, শহিদ আহমদ, ছালিয়া সবুজ বাংলা যুব সংঘ ক্লাবের সভাপতি মহিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মোহন, রঙ্গিটিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুল হক সাধারণ সম্পাদক আবুল কালাম, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কবির হোসেন, খাদিম নগর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি সুমেল আহমদ প্রমুখ।