তিন দিনে এক লক্ষ ছাড়িয়ে তাদের ভালোবাসার গল্প (ভিডিও)
বিনোদন ডেস্ক :: প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার প্রযোজনায় প্রথম শর্টফিল্ম ‘মোমেন্টস’ মুক্তি পেয়েছে ২৯ মার্চ। ইউটিউবে মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলে ছবিটি। তিন দিনেই ভিডিওটি ইউটিউবে এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।
শর্টফিল্মে ভালবাসার ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের গভীরতা তুলে ধরা হয়েছে। যা সবার মনকে ছুঁয়ে গেছে। আর এই ভালোবাসার গল্পটিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং নবাগতা অনামিকা সরকার।
ছবিটি সম্পর্কে জোভান প্রিয়.কমকে বলেন, ‘এটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। আমি সার্থক যে আমার কাজটি সবার ভালো লেগেছে। ভবিষ্যতে আরও ভালো কাজ দিতে চাই দর্শকদের’।
ছবির সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে কাজ করেছে প্রোডাকশন হাউজ মোশন ভাস্কর টিম।