তোয়াকুলে ধানের শীষের খালেদ বিজয়ী
ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খালেদ আহমদ। ৬২৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
তোয়াকুল ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী খালেদ আহমদ পান ৪ হাজার ৩৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লোকমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।