গোয়াইনঘাটের আলীরগাঁওয়ে আ.লীগের কিবরিয়া বিজয়ী
ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী হেলাল। ৫ হাজার ২১ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
আলীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী হেলাল পান ৯ হাজার ৬৯৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ফলিক আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৭৬ ভোট।