বিয়ানীবাজার উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের চার নেতার কারামুক্তি লাভ
ডেস্ক রিপোর্ট :: বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন এর কারামুক্তির পর গতকাল সোমবার সিলেট কেন্দ্রীয় কারা ফটকের সামনে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন বিয়ানীবাজার উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সওদাগর, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ টিপু, শহিদুল ইসলাম বাচ্চু, আলী আহমদ প্রমুখ।