৭ মে সিলেটের ৫ উপজেলায় ইউপি নির্বাচন
ডেস্ক রিপোর্ট :: চতুর্থ ধাপে দেশের ৭৪৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে ৭ মে।
এ ধাপে সিলেট বিভাগের ৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট জেলার তিন উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলো- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ।
একইসাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার ইউনিয়নগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ এপ্রিল। ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।
১২ থেকে ১৪ এপ্রিল মনোনয়নপত্রের বিষয়ে আপিল দাখিল, ১৫ থেকে ১৭ এপ্রিল আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল।
রোববার (২৭ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান।
এতে ইসির জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয়ভাবে নির্বাচনী তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।