শাহবাগের পাগলা কুকুর !
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর শাহবাগ থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত ১টি পাগলা কুকুরের কামড়ে ৭ পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন- আমেনা, ইব্রাহিম, সঞ্জিব দাস, সোহাগ, ওমর ফারুকসহ আরও ২জন। বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত সঞ্জিব দাস সংবাদ মাধ্যমকে জানান, শিল্পকলা একাডেমির সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই ১টি পাগলা কুকুর তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের এক মেডিকেল অফিসার (নারী) জানান, আধা ঘণ্টার মধ্যে পাগলা কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে এসেছেন।