বাংলাদেশের এক ক্রিকেটারের বড় ভক্ত শাহরুখ খান
ডেস্ক রিপোর্ট :: শাহরুখ খানমাশরাফিদের ভক্ত শাহরুখ খান। বাংলাদেশের এক ক্রিকেটারের বড় ভক্ত শাহরুখ খান। এবার টাইগারদের প্রশংসায় ভাসাবেন শাহরুখ খান।
মূলকথা হলো, বাংলাদেশ ও ভারতের ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ। আর শাহরুখ খানের বাংলাদেশ দুর্বলতার কথা জানা আগে সবারই। সাকিবের ফ্যান তিনি।
এর আগে অনেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু বন্ধু হিসাবে শাহরুখ খান ছিলেন বাংলাদেশের ক্রিকেটের পক্ষে।
এর আগে সাব্বির, রিয়াদ, সৌম্য ও সাকিবের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুম্বাই মিরর বলছে, কপিল দেব গাভাস্কার এবং শোয়েব আখতারের সঙ্গে আজকের ম্যাচে ধারাভাষ্যকার থাকবেন শাহরুখ খান।
বাংলাদেশের বিপক্ষে তার নিজ দেশের ম্যাচ বলে এটাকে কিছুতেই মিস করতে চান না শাহরুখ বলেও জানানো হয় মুম্বাই মিররে।