৫০ ইউপিতে ফের নির্বাচন চায় বিএনপি
ডেস্ক রিপোর্ট :: প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সবগুলোতে কারচুপি হয়েছে দাবি করে বিএনপি বলছে, এর মধ্যে কমপক্ষে ৫০টি ইউপিতে ভোট বাতিল করে আবারো নির্বাচন দিতে হবে।
মঙ্গলবার ইউপি ভোট শেষে বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ দাবি জানিয়ে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
পরে আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, কমিশন যে তামাশার নির্বাচন করেছে তা জনগণকে দেখানোর জন্য আমরা অংশ নিয়েছি। আমরা সিইসির সঙ্গে সকালে দেখা করার জন্য অনুরোধ জানালেও তিনি আমাদের সময় দেননি। এজন্য নির্বাচন শেষে দেখা করাটা আমাদের সৌজন্য সাক্ষাতের মত হল। আগে দেখা করতে পারলে হয়তো কিছু অভিযোগের ব্যবস্থা নিতে পারত।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, সম্পাদক মনিরুল হক চৌধুরী, যুগ্ম-সম্পাদক শাজাহান মিয়া ও নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।