কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিলেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট :: দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশনে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ কাউন্সিলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা ১২ টা ১৩ মিনিট থেকে তারেক রহমান তার বক্তব্য শুরু করেন।
তিনি তার বক্তব্যের শুরুতেই বিগত দিনের আন্দোলনে নিহত নেতাকর্মীদের প্রতি শোক প্রকাশ করেন ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ভবিষ্যতে ক্ষমতায় এলে নিহতদের পরিবার ও আহতদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
উল্লেখ্য, ওয়ান ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়া। ওই সময় বড় ছেলে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোও গ্রেপ্তার হন।
সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে আটক থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। পরে তারেক রহমান প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। তিনি এখনো সেখানেই আছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।