বড়লেখায় পুত্রবধূর পিত্রালয়ের লোকজনের হামলায় শাশুড়ির মৃত্যু, আটক ৪
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখায় রাতের আঁধারে পুত্রবধূর পিত্রালয়ের লোকজনের হামলায় গুরুতর আহত শ্বাশুড়ি আজিজুন নেছা (৫৭) অবশেষে মারা গেছেন। রবিবার রাত ৭টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আজিজুন নেছা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মুড়াউল গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত আজিজুন নেছার ছেলে তাজুল ইসলামসহ ৪ জনকে আটক করেছে।
বড়লেখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মুড়াউল গ্রামের বাসিন্দা আজিজুন নেছার সাথে পুত্রবধূ জেসমিনের প্রায় ঝগড়া হতো। এ ঝগড়ার জেরে কয়েক মাস আগে জেসমিন তার বাবার বাড়িতে চলে যান। সম্প্রতি জেসমিনের বাবার বাড়ির লোকজন স্বামী তাজুলকে নিয়ে পরিকল্পনা করেন আজিজুন নেছাকে রাতের আঁধারে ভয় দেখাবেন। তাদের পরিকল্পনা অনুযায়ী গত রবিবার ভোররাতে মুখোশ পরে তাজুলের স্ত্রীর বড় ভাই জাকির হোসেনের নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একদল যুবক বাড়িতে প্রবেশ করে। তাজুলকে বেঁধে রেখে আজিজুন নেছার ঘরে প্রবেশ করে তারা আজিজুন নেছার মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লাকী বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।