চুনারুঘাটে ভুয়া মাজার নিয়ে সংঘর্ষ ॥ উত্তেজনা
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মহদিরকোণা গ্রামে শাহ কুতুব শাহ তাম্বলীপাড় কবরস্থান ওরস মোবারক নিয়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। জানা যায়, গত বৃহ¯পতিবার রাত অনুমান ১১টার দিকে মহদিরকোণা গ্রামে মৃত আব্দুল গোফারের পুত্র মোঃ সিরাজ মিয়া ভন্ড খাদেম, এর সাথে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হলে এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মিরাশী ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক তাহের বাধা দিলে এ সময় ভুয়া খাদেম সিরাজ মিয়া, গুনু মিয়া, ছন্দু মিয়া, সমছু মিয়াসহ একদল ভুয়া খাদেমের দল সেজে তার দলবল নিয়ে সিরাজ মিয়ার বাড়ীতে এক আনুষ্ঠানিক ওরশ উপলক্ষে মহিলা শিল্পীদের এনে প্রকাশ্যে অশ্লীল মারিফতি গান, নাচিয়ে এলাকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ওই ভুয়া মাজারের বিরোধের জেরধরে উভয় পক্ষের মাঝে দেশীয় অস্ত্রসস্ত্র লাঠিসুটা নিয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাড়িতে উঠে চতুরদিকে টিনের বেড়া ভাংচুর, তাদের বাড়ি হামলা চালায়। এতে প্রায় লাধিক টাকার ক্ষতি হয়েছে। এ সময় এলাকাবাসীরাসহ এগিয়ে এসে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হলে এলাকাবাসীর পক্ষ থেকে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এ.এস.আই অরূপ চৌধুরী ঘটনাস্থলে এসে আধাঘণ্টা পরে উভয় পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিল্পীগোষ্টীদের গান বাজনাসহ বন্ধ করে রেখে দেয় পুলিশ। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভুয়া কুতুব শাহর মাজার কবরস্থানের উপর বসানো নিয়ে তিনি বাদী হয়ে চুনারুঘাট উপজেলা ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) তন্ময় ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও চুনারুঘাট থানা ইনচার্জ বরাবর। কিন্তু প্রশাসনের অবহেলার কারণে কুতুব শাহর ভুয়া মাজার নিয়ে দীর্ঘদিন যাবত ধরে উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকাবাসীর মাঝে যেকোন সময় রক্তয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিতে পারে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ভারপ্রাপ্ত সহকারী (ভূমি) কমিশনার কাছ থেকে ভুয়া খাদেম সিরাজ মিয়া কবরস্থানের ভুয়া মাঠপর্চা দেখিয়ে একটি লিখিত আদেশ নামা নেন যে, আমার নিজ বাড়িতে জিকির আজগার চলবে। ওই আদেশ অমান্য করে প্রকাশ্যে জমজমাট উঠতি বয়সী যুবক-যুবতী দিয়ে আনুষ্ঠানিক পরিবেশন করে।