বৃষ্টি বন্ধ, মাঠ শুকানোর চেষ্টা চলছে
ডেস্ক রিপোর্ট :: রাত ৭.৪০টা। নির্ধারিত সময়ে খেলা শুরু হলে এতক্ষণে কম করে হলেও ২ ওভারের খেলা শেষ হয়ে যেতো। কিন্তু এশিয়া কাপের ফাইনাল শুরু করা নিয়েই সংশয় তৈরী হয়েছে আগাম কালবৈশাখী ঝড়ের কারণে। তবে ৭.৪০টায় এসে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়েছে। গ্যালারিতে ফিরতে শুরু করেছেন দর্শকরা। মাঠকর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন মাঠ শুকানোর। দর্শকেরা ফিরেছেন আসনে। মিরপুরে চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা। বৃষ্টি একবার কমে আসে তো আরেকবার বাড়ে। বৃষ্টি না হলে এতক্ষণে টস হয়ে খেলাও শুরু হয়ে যেতো। কিন্তু আগাম কালবৈশাখি ঝড়ের কারণে খেলা শুরু করা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। প্রায় ঘণ্টা খানেক আগে শুরু হওয়া এই ঝড়ে এশিয়া কাপের ফাইনাল শুরু হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। বৃষ্টির এমন লুকোচুরি খেলার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। এরই মাঝে একবার বৃষ্টি কমে আসায় আম্পায়াররা চেয়েছিলেন মাঠে নামতে। কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে, শেষ পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারেননি। মাঠের উইকেট কোনমতে ঢেকে রাখা হলেও, আউটফিল্ড পুরোপুরি পানিতে ডুবে গেছে। সুতরাং, পরবর্তী আপডেট নেয়ার জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এরপরই জানা যাবে, খেলা কখন শুরু করা যাবে এবং কত ওভারের খেলা হবে।
তবে ঢাকা স্ট্রেডিয়াম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে মাঠে কাজ চলছে অল্প কিছু সময়ের মধ্যে হয়তো খেলা শুরু হতে পারে।