টাইগারদের খেলা দেখতে মাঠে যাবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :: আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলবে এ দুই দল। আর মাঠে খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকেই প্রধানমন্ত্রীর মাঠে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচিতে শনিবার এটি তোলা হয়েছে। সংশোধনী আনা হয়েছে রোববারের কর্মসূচি। প্রধানমন্ত্রী বিজয়ী দলের হাতে ট্রফিও তুলে দেবেন।
রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে ম্যাচটি নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। স্বপ্ন বুনছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা।
তবে শনিবার টিকিট নিয়ে মিরপুরে লঙ্কাকান্ড ঘটেছে। টিকিটের হাহাকার চলছে। টিকিটের জন্য লম্বা লাইন দিয়েও অনেকে টিকেট পাননি। তাদের অভিযোগ, বেশির ভাগ টিকিট কালোবাজারিতে চলে গেছে।