বেঁচে থাকতে মৃত বন্ধুদের শরীরের মাংস খেয়েছি’
ডেস্ক রিপোর্ট :: ১৯৭২ সালে দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালায় একটি বিমান বিধ্বস্ত হয়। ওই বিমানের ৪৫ জন যাত্রীর একজন ছিলেন রবার্তো কেনেসা। বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। পরের কয়েকদিনে মারা যায় আরও ছয় যাত্রী। বিরূপ আবহাওয়ায় খাবারের অভাবে মারা যান আরও ১১ জন। বাকি যারা বেঁচে ছিলেন, তারা টিকে ছিলেন পড়ে মৃত যাত্রীদের মাংস খেয়ে। পরে উদ্ধারকারী দল খুঁজে পায় তাদের। এমন অভিজ্ঞতার কথাই রবার্তো কেনেসা জানিয়েছেন বিবিসিকে। সেই ঘটনার চার দশকেরও বেশি সময় পর বর্তমানে তিনি একজন সফল কার্ডিওলোজিস্ট। তিনি হার্ট সার্জারিতে একজন বিশেষজ্ঞও। সেদিনের বিমান দুর্ঘটনা নিয়ে একটি বই লিখেছেন কেনেসা। বইয়ের নামও চমকপ্রদ: ‘আমাকে টিকে থাকতে হয়েছিল: কীভাবে আন্দেজের একটি বিমান দুর্ঘটনা জীবন বাঁচানোর আহ্বান জানাতে আমাকে অনুপ্রাণিত করেছিল’ (আই হ্যাড টু সারভাইভ: হাউ অ্যা প্লেন ক্রাশ ইন দ্য আন্দেজ ইন্সপায়ার্ড মাই কলিং টু সেভ লাইভস’। এ বইয়েই বিস্তারিত লিখেছেন কেনেসা। তিনি লিখেছেন, দুর্ঘটনার পর কী হয়েছিল তাদের, কীভাবে বেঁচে ছিলেন, কীভাবে চোখের সামনে বন্ধুদের মৃত্যু দেখতে হয়েছে।