জুড়ীতে চেয়ারম্যান পদে ২২ প্রার্থীসহ ২৮৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Pic Jur-1এম এম সামছুল ইসলাম: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউ পি নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ প্রার্থীসহ ৩টি পদে ২৮৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছে। গত (২মার্চ) বুধবার স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাদের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জায়ফর নগর ইউনিয়নের জন্য দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা দেবল সরকার জানান, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সাধারণ সদস্য পদে ৫৭ ও সংরক্ষিত মহিলা পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চোনম্যান মোঃ নজমুল ইসলাম মাষ্টার (আ’লীগ), হাজী মাসুম রেজা (বিএনপি), মোঃ আসলাম মিয়া (জাপা), মোঃ মোসলেহ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), মোঃ জাকির হোসেন কালা (আ’লীগ বিদ্রোহী), রফিকুল ইসলাম অফিকুল (আ’লীগ বিদ্রোহী), আব্দুল হাকিম (স্বতন্ত্র) ও মোঃ সাইফুর রহমান জমির (স্বতন্ত্র) । পশ্চিম জুড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন জানান, এই ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে ৭০ ও সংরক্ষিত মহিলা আসনে ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। পশ্চিম জুড়ীতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শ্রীকান্ত দাস (আ’লীগ), মোঃ হাজী মোঃ হেলাল উদ্দিন (বিএনপি), মোঃ আনফর আলী (আ’লীগ বিদ্রোহী)। পূর্ব জুড়ীতে চেয়ারম্যন প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ (আ’লীগ), মোঃ মতিউর রহমান চুনু (বিএনপি), মইনুল ইসলাম মইন (আ’লীগ বিদ্রোহী), গোয়াল বাড়ি ও সাগরনাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানান, এই ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত মহিলা আসনে ২৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গোয়ালবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন (আ’লীগ), মোঃ মোস্তাক খাঁন (বিএনপি), মোঃ মারুফ খাঁন (স্বতন্ত্র) ও জমির আহমেদ (স্বতন্ত্র)। সাগরনাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আমিনুল ইসলাম চৌধুরী খুকু (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (বিএনপি), সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী (স্বতন্ত্র) ও লতিফ আহমদ (স্বতন্ত্র)।