র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী মৃধা নিহত
ডেস্ক রিপোর্টঃ পটুয়াখালীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অটোরিকশা মালিক সমিতির সভাপতি ‘সন্ত্রাসী’ গোলাম মাওলা ওরফে মাওলা মৃধা নিহত হয়েছেন।
সোমবার ভোর পাঁচটার দিকে শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ইনচার্জ এএসপি ফয়জুল হক জানান, মাওলা মৃধা পটুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
তিনি আরও জানান, ভোর পাঁচটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে জাহাঙ্গীর খন্দকারের রেইনট্রি বাগানে একদল সন্ত্রাসী জড়ো হচ্ছিল এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মাওলা মৃধা গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃধাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুটি পিস্তলের ম্যাগজিন, গুলি ও ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ফয়জুল হক জানান।