মাশরাফিদের জন্য মোশাররফ করিমের ভিডিও বার্তা (ভিডিও)
স্পোর্টস ডেস্কঃ জনপ্রিয় অভিনতো মোশাররফ করিম বাংলাদেশ ক্রিকেট দলের পাঁড় ভক্ত। অনেক ব্যস্ততার ফাঁকে একটু ফুসরত পেলেই হাজির হন মাঠে। গ্যালারি থেকে উৎসাহিত করেন টাইগারদের।
সম্প্রতি শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে দারুন আশাবাদি তিনি। মাশরাফি-সাকিবদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় জানিয়েছেন ‘বাংলাদেশ ক্রিকেট টিমকে আমাদের পক্ষ থেকে গুডলাক।’
প্রাউড বাংলাদেশ নামে একটি সংগঠনেরে আয়োজনের ভিডিওটা করা হয়েছে। ভিডিওতে মোশাররফ করিমের সঙ্গে তরুণ অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ঈশিকাকে দেখা গেছে। উল্লেখ্য, এশিয়া কাপের আজকের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।