গাজীপুর পোশাক কারখানায় ডাকাতিকালে গুলিবিদ্ধ ৪

456457310ডেস্ক রিপোর্টঃ সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ডাকাতির সময় চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে একদল ডাকাত ওই পোশাক কারখানায় ডাকাতি করতে যায়। সে সময় ওই এলাকায় টহল দিচ্ছিল গোয়েন্দা পুলিশ। তারা ব্যাপারটি টের পেয়ে যায়। এ সময় তারা সেখানে অভিযান চালালে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে চার ডাকাত গুলিবিদ্ধ হন। বাকি ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ডিবি পুলিশ মালামাল ও একটি কাভার্ডভ্যান জব্দ করে।
গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ ডাকাত সদস্যদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।